বিগত ২২-০৫-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ৫১ তম আলোচনায় আসরে প্রকাশিত প্রথম ৫০টি আলোচনার মধ্যে ৪০ টি কবিতা আলোচনা-মূলক লেখায় যে ৪৪ জন কবির ৫৫টি কবিতা আলোচনা করেছিলাম, সেই ৪৪ জন কবির নামের তালিকা প্রকাশ করেছিলাম l এর মধ্যে ১৩ জন ছিলেন আসরের বিশিষ্ট কবি এবং ৩১ জন ছিলেন অন্যান্য নিবন্ধিত কবি l
তারপর ৫১ তম আলোচনা থেকে বিগত ১১-০৭-২০১৭ তারিখ প্রকাশিত ১০০ তম আলোচনা পর্যন্ত ৫০ টি আলোচনায় যে ৪২ টি কবিতা-আলোচনা প্রকাশিত হয়েছে সেখানে যে ৪১ জন কবির ৪৭ টি কবিতা আলোচনা করেছি, আজ তাদের তালিকা প্রকাশ করব l প্রথম পঞ্চাশে ৫৫টি, দ্বিতীয় পঞ্চাশে ৪৭টি, মোট ১০২ টি কবিতা আলোচিত হলো ১১-৭-২০১৭ তারিখ ১০০তম আলোচনা প্রকাশের সাথে।
দ্বিতীয় পঞ্চাশের ৪১ জন কবির মধ্যে আসরের বিশিষ্ট কবি আছেন একজন - জীবনানন্দ দাশ l আর অন্যান্য কবি আছেন ৪০ জন l তাঁরা হলেন -
৫৬-৫৯) ২৩/৫ লিমেরিক : প্রবীর চ্যাটার্জী(প্রজিত বন্ধু) - 2, স্বপন কুমার দাস, সমীর প্রামাণিক
৬০-৬১) ২৪/৫ শৈল্পিক আবাস : এম,এ,মতিন, পানি আর ঘাস : সাজ-সরওয়ার :
৬২) ২৫/৫ পুতুল খেলা : বিভূতি দাস
৬৩) ২৬/৫ আমি রবি ঠাকুর বলছি : স্বপন কুমার মজুমদার
৬৪) ২৭/৫ আরও এক শ্রমিকের মৃত্যু : এম ওয়াসিক আলি
৬৫) ২৮/৫ মনের গভীরে মন : সোমালীনিরঝরা (মৃণালিনী)
৬৬) ২৯/৫ গোপন গুহার স্বরলিপি : রণজিৎ মাইতি
৬৭) ৩০/৫ দুর্ভিক্ষ : সঞ্চয়িতা রায়
৬৮) ৩১/৫ বেড়াল : জীবনানন্দ দাশ
৬৯) ২/৬ ঈদের চাঁদ : রিঙ্কু রায় (আবৃত্তিকার)
৭০) ৩/৬ শেকলবন্দী : রুহুল আমীন
৭১) ৪/৬ এক ছিল পন্ডিত : শরীফ আহমাদ
৭২) ৫/৬ নব চেতনার ভাবনাগুলো : চিত্ত রঞ্জন সরকার
৭৩) ৬/৬ জননীর ব্যথা : অজিত কুমার কর
৭৪) ৮/৬ প্রেমবৃষ্টির কাব্য (সেনোরিটা সিরিজ) : শান্তনু ব্যানার্জ্জী
৭৫) ৯/৬ অসমাপ্ত স্বপ্নের উড়ান : এম ওয়াসিক আলি
৭৬) ১০/৬ গৃহিনী : Tanju H
৭৭) ১১/৬ ধর্মরাজ : আতাম মিঞা
৭৮) ১২/৬ ফিরে দেখি : মণি জুয়েল
৭৯) ১৩/৬ ইচ্ছামৃত্যু : সমীর প্রামানিক
৮০-৮১) ১৪/৬ মধ্য দুপুর : খন্দকার মো: আকতার উজ জামান সুমন : এরা সুখের লাগি : ফারহাত আহমেদ
৮২) ১৫/৬ কেউ তোমাকে : হায়দার আলী লিটন
৮৩) ১৭/৬ মনোভঙ্গ : অনিমেষ দন্ডপাট
৮৪) ১৮/৬ ক্ষুধার্ত : এম,এ,মতিন
৮৫) ১৯/৬ এসো জাফলং এ চলি : খসা হক
৮৬) ২০/৬ রোদ পড়ে যায় : দিলীপ চট্টোপাধ্যায়
৮৭) ২১/৬ আলোটা নিভিয়ে দাও : মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)
৮৮) ২৩/৬ ঝুট-ঝামেলা : শ.ম.শহীদ
৮৯) ২৪/৬ আর্তনাদ : অনন্ত গোস্বামী
৯০) ২৫/৬ জ্বলছে পৃথিবী : বিভাংশু মাইতি
৯১) ২৬/৬ প্রেমময় : পি.কে. বিক্রম
৯২) ২৭/৬ আমার স্বপ্নে দেখা রাজকন্যে : মিমি
৯৩) ২৮/৬ আরাধ্য লাভের আরাধনা : সআ
৯৪) ২৯/৬:ভালোবাসা ১ - ১২ : তাপস গুহঠাকুরতা
৯৫) ৩০/৬ এসো কষ্ট কুড়াই : এ কে দাস মৃদুল
৯৬) ১/৭ সুখের স্বপন : বিপ্লব সাউ
৯৭) ৩/৭ সোনালী : রীনা বিশ্বাস (হাসি)
৯৮) ৪/৭ দলিত আকাশ : অনিরুদ্ধ বুলবুল
৯৯) ৭/৭ মোনালিসার হাসি : ড. প্রীতিশ চৌধুরী
১০০) ৮/৭ প্রশ্ন একটাই : মৌটুসি মিত্র গুহ (কেতকী)
১০১) ৯/৭ বাবা দিবস : তুহিন আহমেদ
১০২) কবিতায় প্রেম নাই : খসা হক
প্রথম পঞ্চাশে ৪৪ জন কবির কবিতা আলোচিত হয়েছিল l এবার নতুন ৩৭ জন কবির কবিতা আলোচিত হয়ে মোট কবির সংখ্যা হলো ৮১ l
৪৫) সমীর প্রামাণিক
৪৬) এম,এ,মতিন,
৪৭) সাজ-সরওয়ার
৪৮) বিভূতি দাস
৪৯) এম ওয়াসিক আলি
৫০) সোমালীনিরঝরা (মৃণালিনী)
৫১) রণজিৎ মাইতি
৫২) সঞ্চয়িতা রায়
৫৩) রিঙ্কু রায় (আবৃত্তিকার)
৫৪) রুহুল আমীন
৫৫) শরীফ আহমাদ
৫৬) চিত্ত রঞ্জন সরকার
৫৭)'অজিত কুমার কর
৫৮) শান্তনু ব্যানার্জ্জী
৫৯)'Tanju H
৬০) আতাম মিঞা
৬১) মণি জুয়েল
৬২) খন্দকার মো: আকতার উজ জামান সুমন
৬৩) ফারহাত আহমেদ
৬৪) হায়দার আলী লিটন
৬৫) অনিমেষ দন্ডপাট
৬৬) খসা হক
৬৭) দিলীপ চট্টোপাধ্যায়
৬৮) মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)
৬৯) শ.ম.শহীদ
৭০) অনন্ত গোস্বামী
৭১) বিভাংশু মাইতি
৭২) পি.কে. বিক্রম
৭৩) মিমি
৭৪) সআ
৭৫) তাপস গুহঠাকুরতা
৭৬) এ কে দাস মৃদুল
৭৭) বিপ্লব সাউ
৭৮) রীনা বিশ্বাস (হাসি)
৭৯) ড. প্রীতিশ চৌধুরী
৮০) মৌটুসি মিত্র গুহ (কেতকী)
৮১) তুহিন আহমেদ
কবিতা আলোচনা ছাড়া অন্য বিষয়ে প্রবন্ধ বা আলোচনা :
১১. ২২/৫ আলোচনার প্রথম পঞ্চাশে কবি ও কবিতা
১২. ১/৬ দি এলিফ্যাণ্ট সেলিবিস : ম্যাক্স আর্নস্ট
১৩. ৭/৬ "সকলেই কবি নয়, কেউ কেউ কবি"
১৪. ১৬/৬ নেপোলিয়ন ইন দি ওয়াইলডারনেস, ১৯৪১ : ম্যাক্স আর্নস্ট
১৫. ২২/৬ উত্তর আধুনিকতা
১৬. ২/৭ সুররিয়ালিজম তথা পরাবাস্তবতা
১৭. ৬/৭ কবিতায় দুর্বোধ্যতা
৬ জন কবির একই দিনে বা ভিন্ন ভিন্ন দিনে ২টি কবিতা আলোচিত হয়েছে l যার জন্য বলা হচ্ছে ৪১ জন কবির ৪৭টি কবিতা l এই ৬ জন কবি হলেন ১) স্বপন কুমার দাস, ২) প্রবীর চ্যাটার্জী, ৩) সমীর প্রামাণিক, ৪) এম. এ. মতিন, ৫) এম. ওয়াসিক আলি, ৬) খসা হক l
আসরে যে কবিতা ও আলোচনা প্রকাশিত হয় সেই কবিতা ও আলোচনার ওপর মন্তব্য হলে তার সূচনা কবি পেয়ে যান, এমন ব্যবস্থা আছে l কোনো মন্তব্যের উত্তরে কোনো প্রতি-মন্তব্য হলেও তার সূচনা মন্তব্যকারী পেয়ে যান, এমন ব্যবস্থা আছে l খুব ভালো ব্যবস্থা l আলোচনার ক্ষেত্রে দেখি, কোনো কবির কবিতার পাতা থেকে "কবিতাটি নিয়ে আলোচনা করুন" এই লিঙ্ক ধরে আলোচনার পাতায় কবিতাটির আলোচনা প্রকাশ করলে, সেই আলোচনাটি যেমন আলোচক কবির আলোচনা পাতায় থাকে, তেমনই কবির কবিতার পাতাতেও তার লিঙ্ক থাকে l সেখানে ক্লিক করলে সরাসরি কবিতাটির আলোচনার পাতায় যাওয়া যায় l আবার আলোচনার পাতায় কবিতাটিতে যাবার লিঙ্ক থাকে l অসাধারণ সুন্দর ব্যবস্থা ! মাননীয় আ্যডমিন সহ যাঁরা এই প্রক্রিয়াটি সৃজন করেছেন, রূপদান করেছেন, প্রক্রিয়াটির একজন সন্তুষ্ট ব্যবহারকারী হিসাবে তাঁদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই l
একটি বিষয় তবু বলার থাকে l এই যোগাযোগকারী লিঙ্কটি থাকে পাতার মাঝখানে, কবিতা বা আলোচনার শেষে l মনে হয়, কিছু কবির ক্ষেত্রে এটি নজর এড়িয়ে যায় l এমন হয়েছে, একটি কবিতা আলোচনা হল, অন্য কিছু কবির মন্তব্যও এলো, কিন্তু যে কবির কবিতা আলোচিত হয়েছে, তাঁর কোনো প্রতিক্রিয়া নেই l তাঁর কবিতার পাতায় গিয়ে দেখা যায়, কবিতাটির ওপর যে মন্তব্যগুলি আসছে, তিনি যথারীতি দায়িত্ব সহকারে সেগুলির প্রত্যুত্তর করছেন l একটু ওপরেই রয়েছে আলোচনাটির লিঙ্ক l বেচারা লিঙ্ক মন খারাপ করে অপেক্ষায় থাকে, কখন কবির অঙ্গুলি তাকে স্পর্শ করে ! অর্থাৎ মন্তব্যের সূচনা পাচ্ছেন বলে তিনি মন্তব্যের প্রতিক্রিয়া দিচ্ছেন l কবিতাটির ওপর আলোচনার সূচনাও থাকছে না, তা নয় l থাকছে। কিন্তু অন্যভাবে l পাতার মাঝখানে l চোখ এড়িয়ে যাচ্ছে l এই সূচনাটিকে পাতার ওপরের দিকে, যেখানে অন্য সূচনাগুলি থাকে, সেখানে স্থানান্তর করা যায় কি না, ভাবা যেতে পারে l
বেশ কিছু কবি আছেন যাঁরা আলোচনা পাতায় যা প্রকাশিত হয় তা নিয়মিত পড়েন l অর্থাৎ আলোচনা পাতার বেশ কিছু নিবেদিতপ্রাণ কবি-পাঠক আছেন l আলোচনাগুলির ওপর করা সুচিন্তিত, সুগঠিত মন্তব্যগুলি পড়লেই তা বোঝা যায় l যে সকল কবি নিয়মিত আলোচনা পাতায় ভ্রমণ করেন, তাঁদের কবিতা যখন আলোচনা হয়, লক্ষ্য করি, আলোচনাটির ওপর অল্প সময়ের ব্যবধানে প্রতিক্রিয়া এল l অর্থাৎ সূচনাটি তিনি সরাসরি আলোচনা পাতা থেকেই পেয়ে গেছেন এমনটাও হতে পারে l
আলোচনাটির ওপর মন্তব্য হলো কি না, এই বিষয়টি গুরুত্বপূর্ণ নয় l যেটি গুরুত্বপূর্ণ, তা হল যে কবির কবিতা আলোচিত হয়েছে, তিনি সেই আলোচনাটি দেখেছেন কি না l কারণ, কবিতাটি তিনি পরিকল্পনা করেছেন, রচনা করেছেন, সেই কবিতার ওপর কোনো আলোচনা হলে, সেখানে কবির মতামতের একটা গুরুত্ব থেকেই যায় l তাই কবিতার ওপর আলোচনা স্রষ্টা কবির নজর যাতে এড়িয়ে না যায়, সে বিষয়টি এসেই যায় l
৫১ থেকে ১০০ তম আলোচনায় যে ৪১ জন কবির ৪৭টি কবিতা আলোচিত হয়েছে, আজকের তারিখে তার মধ্যে ৬ জন কবির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি l তার অর্থ কি এই যে তাঁরা আলোচনাটি লক্ষ্য করেন নি ? কবিতার পাতায় তো আলোচনার লিঙ্কটি রয়েছে l অন্য কারণও হতে পারে l
কবির নাম, কবিতার নাম ও আলোচনা প্রকাশের তারিখ নিম্নরূপ -
১) সঞ্চয়িতা রায় - দুর্ভিক্ষ - ৩০-০৫-২০১৭
২) শান্তনু ব্যানার্জি - প্রেমবৃষ্টির কাব্য - ০৮-০৬-২০১৭
৩) খন্দকার মোঃ আকতার উজজামান সুমন - মধ্য দুপুর - ১৪-০৬-২০১৭
৪) হায়দার আলি লিটন - কেউ তোমাকে -১৫-০৬-২০১৭
৫) দিলীপ চট্টোপাধ্যায় - রোদ পড়ে যায় - ২০-০৬-২০১৭
৬) এ কে দাস মৃদুল - এসো কষ্ট কুড়াই - ৩০-০৬-২০১৭
সঙ্গত কারণেই আর একটি কবিতার আলোচনায় স্বয়ং কবির প্রতিক্রিয়া পাওয়া যায় নি, পাওয়া সম্ভব নয়। এই কবি হলেন আসরের বিশিষ্ট কবি জীবনানন্দ দাশ। আসরের প্রবীণ কবি প্রবীর চ্যাটার্জির অনুরোধে 'আত্মনিমগ্ন কবি' জীবনানন্দ দাশের "বেড়াল" কবিতাটি আলোচনা করেছিলাম। প্রবীর চ্যাটার্জির তাৎক্ষণিক মন্তব্য মিলেছিলো। এটিকেই স্বয়ং কবির প্রতিক্রিয়া বলে ধরে নিয়েছি।
আসরের সকল কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই!