বিগত ২২-০৫-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ৫১ তম আলোচনায় আসরে প্রকাশিত প্রথম ৫০টি আলোচনার মধ্যে যে ৪৪ জন কবির ৫৫টি কবিতা আলোচনা করেছিলাম, সেই ৪৪ জন কবির নামের তালিকা প্রকাশ করেছিলাম l এর মধ্যে ১৩ জন ছিলেন আসরের বিশিষ্ট কবি এবং ৩১ জন ছিলেন অন্যান্য নিবন্ধিত কবি l
প্রথম ৫০টি আলোচনামূলক লেখার মধ্যে ৪০টি ছিল কবিতা আলোচনা-মূলক রচনা ও ১০ টি ছিল কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ l
বিগত ০৩-০৮-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ১১৮ তম আলোচনায় আসরে প্রকাশিত ৫১ তম আলোচনা থেকে বিগত ১১-০৭-২০১৭ তারিখ প্রকাশিত ১০০ তম আলোচনা পর্যন্ত যে ৪১ জন কবির ৪৭ টি কবিতা আলোচনা করেছি, তার তালিকা প্রকাশ করেছি l এর মধ্যে একজন ছিলেন আসরের বিশিষ্ট কবি - জীবনানন্দ দাস এবং ৪০ জন ছিলেন অন্যান্য নিবন্ধিত কবি l
দ্বিতীয় ৫০ টি আলোচনায় ৪২ টি কবিতা-আলোচনা প্রকাশিত হয়েছে l বাকি ৮ টি ছিল কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক অন্য আলোচনা l
আজ ১২-০৯-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ১৫১ তম আলোচনায় ০৪-০৮-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ১০১ তম আলোচনা থেকে বিগত ১১-০৯-২০১৭ তারিখ প্রকাশিত ১৫০ তম আলোচনা পর্যন্ত যে ৪১ জন কবির ৪৩ টি কবিতা আলোচনা করেছি, তার তালিকা প্রকাশ করবো l
তৃতীয় পঞ্চাশের ৪১ জন কবির মধ্যে আসরের বিশিষ্ট কবি আছেন ৩ জন - ১) রবীন্দ্রনাথ ঠাকুর, ২) জীবনানন্দ দাশ, ৩) আবিদ আনোয়ার l আর অন্যান্য কবি আছেন ৩৮ জন l
তৃতীয় ৫০ টি আলোচনায় ৪৩ টি কবিতা-আলোচনা প্রকাশিত হয়েছে l বাকি ৭ টি কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক অন্য আলোচনা l
মোট ১৫০টি আলোচনামূলক লেখার মধ্যে ১২৫ টি ছিল কবিতা আলোচনা-মূলক রচনা ও ২৫ টি ছিল কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ l
তৃতীয় পঞ্চাশে যে ক্রমে ৪১ জন বিশিষ্ট কবি ও অন্যান্য কবিদের কবিতা-আলোচনা প্রকাশ করেছি :
১) নাজমুন নাহার
২) নির্জন হাবিব
৩) সংহিতা
৪) সৈকত অধিকারী
৫) শেখ সামসুল হক
৬) অনিরুদ্ধ বুলবুল
৭) সিজু নাসিমুল
৮) খসা হক
৯) ইমদাদ হক
১০) আতাম মিঞা
১১) আর্যতীর্থ
১২) সমীর প্রামাণিক
১৩) শ্রাবণী সিংহ
১৪) অমিত নস্কর
১৫) সৈকত জানা
১৬) গোপাল চন্দ্র সরকার
১৭) আশফাক জুনেদ
১৮) কেতন শেখ
১৯) ন্যান্সি দেওয়ান সামিরা
২০) রবীন্দ্রনাথ ঠাকুর
২১) তাপস গুহ ঠাকুরতা
২২) জীবনানন্দ দাশ
২৩) মায়িশা তাসনিম ইসলাম
২৪) সোমেন রায়
২৫) রক্তিম
২৬) সোমদেব চট্টোপাধ্যায়
২৭) খায়রুল আহসান
২৮) জি এম হারুন অর রশিদ
২৯) বিকাশ দাস
৩০) পল্লব
৩১) এইচ আই হামজা
৩২) সাবরিনা জাহান
৩৩) তীর্থের কাক
৩৪) রামানুজ চক্রবর্তী
৩৫) ডঃ শাহানারা মশিউর
৩৬) সঞ্জয় কর্মকার
৩৭) শ. ম. শহীদ
৩৮) শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়
৩৯) আবিদ আনোয়ার - 14
৪০) খান লোকনাথী
৪১) মাজেদ হোসেন l
দ্বিতীয় পঞ্চাশ পর্যন্ত ৮১ জন কবির কবিতা আলোচনা হয়েছিল l তৃতীয় পঞ্চাশে নতুন ৩২ জন কবির কবিতা আলোচিত হয়ে মোট কবির সংখ্যা দাঁড়ালো ১১৩ জন l এই পঞ্চাশের নতুন ৩২ জন কবি হলেন
৮২) নাজমুন নাহার
৮৩) নির্জন হাবিব
৮৪) সৈকত অধিকারী
৮৫) শেখ সামসুল হক
৮৬) সিজু নাসিমুল
৮৭) ইমদাদ হক
৮৮) আর্যতীর্থ
৮৯) শ্রাবণী সিংহ
৯০) অমিত নস্কর
৯১) সৈকত জানা
৯২) গোপাল চন্দ্র সরকার
৯৩) আশফাক জুনেদ
৯৪) কেতন শেখ
৯৫) ন্যান্সি দেওয়ান সামিরা
৯৬) মায়িশা তাসনিম ইসলাম
৯৭) সোমেন রায়
৯৮) রক্তিম
৯৯) সোমদেব চট্টোপাধ্যায়
১০০) খায়রুল আহসান
১০১) জি এম হারুন অর রশিদ
১০২) বিকাশ দাস
১০৩) পল্লব
১০৪) এইচ আই হামজা
১০৫) সাবরিনা জাহান
১০৬) তীর্থের কাক
১০৭) রামানুজ চক্রবর্তী
১০৮) ডঃ শাহানারা মশিউর
১০৯) সঞ্জয় কর্মকার
১১০) শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়
১১১) আবিদ আনোয়ার
১১২) খান লোকনাথী
১১৩) মাজেদ হোসেন l
এর মধ্যে দু-জন কবির দু'টি করে কবিতা আলোচনা হয়েছে, যার জন্য বলা হয়েছে ৪১ জন কবির ৪৩ টি কবিতা l এই দুই জন কবি হলেন -
১) আর্যতীর্থ, ২) মায়িশা তাসনিম ইসলাম l
প্রথম পঞ্চাশে ৫৫টি, দ্বিতীয় পঞ্চাশে ৪৭টি, তৃতীয় পঞ্চাশে ৪৩ টি মোট ১৪৫ টি কবিতা আলোচিত হলো ১১-৯-২০১৭ তারিখ ১৫০তম আলোচনা প্রকাশের সাথে। কবির সংখ্যা ১১৩ (১৪
জন বিশিষ্ট কবি ও ৯৯ জন অন্যান্য নিবন্ধিত কবি) l
এখন পর্যন্ত সর্বমোট ১১৩ জন কবির ১৪৫ টি কবিতা l ১৪৫-১১৩ = কবির সংখ্যার তুলনায় ৩২ টি কবিতা বেশি আলোচিত হয়েছে l অর্থাৎ কিছু কবির একাধিক কবিতা আলোচিত হয়েছে l এই সকল কবির একের অতিরিক্ত যতগুলি কবিতা আলোচিত হয়েছে কবিদের নামের পাশে ১+ দিয়ে সেই সংখ্যাটি লিখলাম l এই ১+ এর পরের সংখ্যাগুলির যোগফল ৩২ হবে l তারপরে বন্ধনীর মধ্যে আছে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কোন্ কোন্ পঞ্চাশে কবির কবিতা আলোচিত হয়েছে l
১) মধুমঙ্গল সিনহা ১+ ১ (প্রথম+প্রথম)
২) রবীন্দ্রনাথ ঠাকুর ১+ ২ (প্রথম+প্রথম+তৃতীয়)
৩) জীবনানন্দ দাশ ১+ ২ (প্রথম+দ্বিতীয়+তৃতীয়)
৪) কবীর হুমায়ুন ১+ ১ (প্রথম +প্রথম)
৫) প্রবীর চ্যাটার্জী ১+ ২ (প্রথম+দ্বিতীয়+দ্বিতীয়)
৬) অনিরুদ্ধ বুলবুল ১+ ৭ (প্রথম+দ্বিতীয়+তৃতীয়)
৭) স্বপন কুমার দাস ১+ ১ (প্রথম+দ্বিতীয়)
৮) স্বপন কু মজুমদার ১+২ (প্রথম+প্রথম+দ্বিতীয়)
৯) নুরুল ইসলাম ১+১ (প্রথম + প্রথম)
১০) সংহিতা ১+ ১ (প্রথম+তৃতীয়)
১১) খলিলুর রহমান ১+ ১ (প্রথম+প্রথম)
১২) সমীর প্রামাণিক ১+২ (দ্বিতীয়+দ্বিতীয়+তৃতীয়)
১৩) এম. এ. মতীন ১+ ১ (দ্বিতীয়+দ্বিতীয়)
১৪) এম ওয়াসেক আলি ১+ ১ (দ্বিতীয়+দ্বিতীয়)
১৫) খসা হক ১+ ২ (দ্বিতীয়+দ্বিতীয়+তৃতীয়)
১৬) শ. ম. শহীদ ১+ ১ (দ্বিতীয়+তৃতীয়)
১৭) নাজমুন নাহার ১+ ১ (প্রথম+তৃতীয়)
১৮) আতাম মিঞা ১+ ১ (দ্বিতীয়+তৃতীয়)
১৯) আর্যতীর্থ ১+ ১ (তৃতীয়+তৃতীয়)
২০) মায়িশা তাসনিম ইসলাম ১+ ১ (তৃতীয়+তৃতীয়) = ৩২
যথারীতি এই তৃতীয় পঞ্চাশেও কিছু কবি প্রকাশিত আলোচনার ওপর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি, অর্থাৎ আলোচনাটি তাঁরা লক্ষ্য করেছেন কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি l বিশিষ্ট কবিদের কবিতার আলোচনা বাদ দিলে এমন আলোচনার সংখ্যা - ১১ l
কবিতার নাম, কবির নাম ও আলোচনা প্রকাশের তারিখ নিম্নরূপ :
১) ছোট্টবেলার বন্ধু - সংহিতা - ১৪-০৭-১৭
২) অসমাপ্ত কবিতা - শেখ শামসুল হক - ১৬-০৭-১৭
৩) তোমায় স্বাগত - অমিত নস্কর - ৩১-০৭-১৭
৪) সমালোচনা - আর্যতীর্থ - ০১-০৮-১৭
৫) উনিশটি বসন্ত পারে - সৈকত জানা - ০২-০৮-১৭
৬) ঘোর সত্য - আশফাক জুনেদ - ০৫-০৮-১৭
৭) পারবো না আমি সেখানে - ন্যান্সি দেওয়ান সামিরা - ০৭-০৮-১৭
৮) ভয় পাই - খাইরুল আহসান - ২৪-০৮-১৭
৯) আমার অহঙ্কার - বিকাশ দাস - ২৮-০৮-১৭
১০) আত্মগরিমার ইতিহাস - শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় - ০৭-০৯-১৭
১১) অনন্য মানবতা - খান লোকনাথী - ১০-০৯-১৭
যথারীতি মনে হয়েছে, মন্তব্যগুলির সূচনা যেমন সরাসরি কবির পাতায় আসে, সেখানে ক্লিক করে নির্দিষ্ট কবিতা বা আলোচনার পাতায় গিয়ে মন্তব্যটি দেখা ও পড়া যায়, আলোচনার ক্ষেত্রেও এরকম সূচনা কবির পাতায় দেবার ব্যবস্থা থাকলে ভালো হতো l কবি জানতে পারতেন তাঁর কোনো কবিতার ওপর আলোচনা হয়েছে l বর্তমান ব্যবস্থায় আলোচিত কবিতাটির পাতায় না গেলে কবি এই সূচনা পাচ্ছেন না l আবার সূচনাটি থাকছে পাতার মাঝখানে l ফলে, অনেক সময় নজর এড়িয়ে যাচ্ছে l অবশ্য যে সকল কবি নিয়মিত আলোচনা পাতা পরিদর্শন করেন, তাঁরা আলোচনা পাতা থেকে এই সূচনা পেয়ে যান l
আসরের সকল কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই l