বিগত ২৪-০১-২০১৯ তারিখ আসরে ৪০০ তম আলোচনা প্রকাশিত হয়েছিলো l এই ৪০০ টি আলোচনামূলক লেখার মধ্যে ৩৪৮ টি ছিল কবিতা আলোচনা-মূলক রচনা ও ৫২ টি কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ l এই ৩৪৮ টি কবিতা আলোচনার মধ্যে ৩২১ (১৪ জন বিশিষ্ট কবি ও ৩০৭ জন অন্য নিবন্ধিত কবি) জন কবির ৩৭৮ টি কবিতা আলোচিত হয়েছে l

বিগত ১৭-০৫ ২০১৯ তারিখ আসরে ৪৫০ তম আলোচনা প্রকাশিত হয়েছে l এই ৪৫০ টি আলোচনামূলক লেখার মধ্যে ৩৯৪ টি ছিল কবিতা আলোচনা-মূলক রচনা ও ৫৬ টি কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ l এই ৩৯৪ টি কবিতা আলোচনার মধ্যে ৩৬৮ জন (১৭ জন নিবন্ধিত বিশিষ্ট কবি ও ৩৫১ জন অন্যান্য নিবন্ধিত কবি) কবির ৪২৫ টি কবিতা আলোচিত হয়েছে l

নবম পঞ্চাশে যে ক্রমে ৪৬ জন কবির ৪৭ টি কবিতা আলোচনা প্রকাশিত হয়েছে তার ক্রমানুসার তারিখ, কবিতার শিরোনাম ও কবির নাম হলো :

তারিখ :  শিরোনাম         : কবি

১) ২৭/১ : আমি যে কালো : কনিকা সরকার
২) ২৮/১ : বদলী জীবন : আরশাদ ইমাম
৩) ২৯/১ : কোন্ এক দিন : এম. ডি. সবুজ
৪) ৩১/১ : কি ক্ষতি করেছি : বিভুল কুমার চৌধুরী
৫) ২/২  : একটি সস্তা ভালোবাসার কবিতা : জসীম উদ্দীন মুহম্মদ (বোদ্ধা কবি)
৬) ৩/২  : দাবানল : আভা সরকার মন্ডল
৭) ৪/২  : কামনা : অমরেশ বিশ্বাস
৮) ১২/২ : নিকট আত্মীয় : তাহলীল তৌফিক
৯) ২৭/২ : শূন্যতা : সাইফ আল মাহমুদ আপন
১০) ৬/৩  : আমরা ২১ : ইউসুফ মানসুর
১১) ২৩/৩ : আপন মনে : শক্তি চট্টোপাধ্যায় - 15
১২) ২৪/৩ : ইচ্ছে : সুনীল গঙ্গোপাধ্যায় - 16
১৩) ২৫/৩ : এনজিওগ্রাম : অসীম সাহা - 17
১৪) ৬/৪  : আলিংগন : পলক রহমান
১৫) ১০/৪ : কাঙ্গাল আঁখি : সাইদুল ইসলাম
১৬) ১৩/৪ : "বিবেক" : কবি মো. আবু ইউসুফ প্রভাষক
১৭) ১৫/৪ : বাঙালির নববর্ষ : গৌতম রায়
১৮) ১৬/৪ : এসো হে বৈশাখ : বৃষ্টি মন্ডল (মেঘবালিকা)
১৯) ১৮/৪ : দৃষ্ট যখন : সুমন রঞ্জন সেন
২০) ২০/৪ : অবুঝ মন : মীর মামুন হোসেন
২১) ২১/৪ : সুখের ঠিকানা ০১ : জামাল উদ্দিন জীবন
২২) ২২/৪ : মৃত্যুর মুখোমুখি : পুলক আরাফাত
২৩) ২৩/৪ : আমি মৃত হলে : শরীফ তমাল
২৪) ২৪/৪ : জল জোছনা দেবী : সুবীর কাস্মীর পেরেরা
২৫) ২৫/৪ : আমি কোনো কবি নই : ব্লগার হাসান মাহমুদ
২৬) ২৬/৪ : সহজ কথা : সুদীপ কুমার সিনহা (SUDEEP)
২৭) ২৭/৪ : বিরহ বাতাস : পল্লব চৌধুরী
২৮) ২৮/৪ : পথ : রিয়াজ ইনসান
২৯) ২৯/৪ : তুমি না থাকলে : কবি সাজ্জাদ শাকিল
৩০) ৩০/৪ : ভালোবাসা : আবির হোসেন
৩১) ১/৫  : আমিও প্রেম করেছি : সুজন হোড় (শুভ্র)
৩২) ২/৫  : একখন্ড কাঁচা মাটি : রুহুল আমীন রৌদ্র
৩৩) ৩/৫  : বন্ধু : সৌরভ তালুকদার
৩৪) ৪/৫  : ফনী জলোচ্ছ্বাসের ঢেউ : উম্মে আইমান মুর্শিদা
৩৫) ৫/৫  : শস্যের আচঁল : মোঃ নওশাদ আলম
৩৬) ৬/৫  : আমি ভালো আছি বললেই : আরিফ নীল
৩৭) ৭/৫  : অভিমান : সজিব হাসান
৩৮) ৮/৫  : শান্তির পায়রা : নাসরীন আক্তার খানম
৩৯) ১০/৫ : সময়ের অবক্ষয়ে : সন্তোষ বন্দ্যোপাধ্যায়
৪০) ১১/৫ : ঘোমটাঢাকা মুখ : শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী
৪১) ১২/৫ : দাবদাহ : স্বপঞ্জয় চৌধুরী
৪২) ১৩/৫ : মাতৃত্ব কাঁদে, স্যারোগেটেড মাদার : ঝুমুর
বিশ্বাস
৪৩) ১৪/৫ : বৃষ্টি : কাজী এনামুল হক
৪৪) ১৫/৫ : ভবঘুরে : অদিতি চক্রবর্তী
৪৫) ১৬/৫ : যন্ত্রণা শুন্যের : সালাম আলী আহসান
৪৬) ১৭/৫ : জ্যামিতিক কষ্ট : মোঃ জুলফিকার আলী

এই ৪৬ জন কবির মধ্যে সকলেই এমন কবি যাঁদের কবিতা পূর্বে আলোচনা করি নি, প্রথম করলাম l

প্রথম পঞ্চাশে ৫৫টি, দ্বিতীয় পঞ্চাশে ৪৭টি, তৃতীয় পঞ্চাশে ৪৩ টি, চতুর্থ পঞ্চাশে ৫৫ টি, পঞ্চম পঞ্চাশে ৪৫ টি, ষষ্ঠ পঞ্চাশে ৪৩টি, সপ্তম পঞ্চাশে ৪২ টি, অষ্টম পঞ্চাশে ৪৮ টি, নবম পঞ্চাশে ৪৭ টি - মোট ৪২৫ টি কবিতা আলোচিত হলো ১৭-০৫ ২০১৯ তারিখ আসরে ৪৫০ তম আলোচনা প্রকাশের সাথে। কবির সংখ্যা ৩৬৮ জন (১৭ জন নিবন্ধিত বিশিষ্ট কবি ও ৩৫১ জন অন্যান্য নিবন্ধিত কবি) l

গত পঞ্চাশটি আলোচনার মধ্যে কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ ছিলো ৪ টি l সেগুলি হলো :

১) ২৫/১ : আলোচনার অষ্টম পঞ্চাশে কবি ও কবিতা
২) ২৬/১ : কবিতা ভাবনা
৩) ৮/৪ : আধুনিক জীবনে সাহিত্যের প্রয়োজনীয়তা ও সাহিত্যচর্চা বনাম বিজ্ঞানচর্চা
৪) ৯/৫  : সাহিত্য আজও প্রাসঙ্গিক

আসরের সকল কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই l সবাই ভালো থাকুন ও ভালো লিখুন ।