ছবি ভাবায় ছবি লেখায় ছবি চেনায় 'আমি'কে
কেউ মানে কেউ মানে না তো এই জগতের স্বামীকে l
যে যার মতো খুঁজে ফিরে আপন মুক্তি কোথা সে
চলতে চলতে বলতে বলতে ধরা পড়ে আভাসে l
সাথে চলা শুরু করেও যে যার নিজের পথে যায়
যেমনটা যার উপলব্ধি সেই পথে সে 'আমি' পায় l
কেউ রণে কেউ বনে আবার কেউ বা ছবি তোলাতে
কেউ প্রেমী কেউ ভোগী হলেন সবই নিজকে ভোলাতে l
সময়ঘাতে হারায় অতীত যাপন করি বর্তমান
স্মৃতিমেদুর মানবমনে মেনে নেবার অভিমান l
মানে আছি, অভিমানে, আছি সৃষ্টি বিনাশে
আছি এটাই বড়ো কথা কেমন আছি বৃথা সে l
497