পিঁয়াজ রে তুই দেখতে খাসা
তুই আমাদের ভালোবাসা l
তোকে গিলি দুপুর রাতে
খাবার সঙ্গে রুটি ভাতে
খাদ্যখাবার তোকে ছাড়া
বিচ্ছিরি স্বাদ হতচ্ছাড়া l
মাংস কিংবা মাছ ও ডিমে
মুড়িমাখা ও চাওমিনে
সব্জি হোক বা আলুর দমে
তুই না থাকলে স্বাদটা কমে l
খাবার সঙ্গে কাঁচা তোকে কচকচিয়ে খাচ্ছি যখন
চোখ দিয়ে জল টুসটুসিয়ে ফোঁটা ফোঁটা পড়ছে তখন l
পিঁয়াজ রে তোর মিষ্টি ঝাঁঝে
কি আনন্দ বলবো কি যে
তোকে ছাড়া খাবার মাটি
তোকে পেলে পরিপাটি l
একটা কথা বলি তোকে
রাগে দুঃখে মনের শোকে
যারা কেবল তুলে চলে পিঁয়াজ রে তোর বাজারদর
যারা কেবল এটা চায় যে তুই আমাদের থাকবি পর
এই লেখাতে দিচ্ছি শাপ
এই যে তারা করছে পাপ
এই পাপেতে মরবে তারা
(আমাদের) করছে যারা পিঁয়াজছাড়া l