পেঙ্গুইন পাখি এক উড়তে যে পারে না
যত শীত হোক তবু মেরুদেশ ছাড়ে না l
দক্ষিণ মেরু ঘিরে যুগ যুগ বাস তার
দিবাচর, জলচর সাতাঁর এর সর্দার l
তাড়া করে মাছ ধরে হাঁটতে সে দূর্বল
উবু হয়ে শুয়ে পড়ে হাতডানা সম্বল l
এগোয় সে ডানা নেড়ে বরফকে খামচে
বুক পেট ধবধবে, বাকি কালো নীলচে।
পেঙ্গুইন পাখি তবু জলে স্বচ্ছন্দ
হাঁটে ছোটে সাঁতরায় তাতেই আনন্দ l
পাখা দিয়ে ওড়ে না সে জলে শুধু সাঁতরায়
কুড়ি কিমি বেগে ছোটে ভয়ে মরে মাছরাই l
মা বাবা উভয়েই দায়িত্ব ভাগ করে
পেঙ্গুইন বড়ো প্রিয় এই ভব চরাচরে l
মরুদেশে পেঙ্গুইন দল বেঁধে হাজারে
কেউ তারা রানী ফের কেউ তার রাজা রে l