ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট ছুট
ছুটে যায় খোকা আর ছুটে যায় খুকি,
সীমানা ঘেরা যে তাই অতএব ভয় নাই
অবুঝ মাতাটি তবু নেয় নাকো ঝুঁকি,
কাজ ফেলে মাঝে মাঝে দেয় এসে উঁকি l
৮৫৬