চলার পথ হোক মসৃণ এটাই চাই
আশীর্বাদ বড়োদের এরকম পাই l
বিরক্ত, পড়লে কোনো সমস্যায়
অনুমানে অভিযুক্ত পরিজনরাই l
কুড়িয়ে সাহস জুটিয়ে রসদ এগিয়ে চলা
অমসৃণ পথে সদা থাকে চোখ-কান খোলা l
ক্ষমতা নিজের অতিক্রম কাজের বেলা
আয়েশী মানুষ কর্মচঞ্চল, পড়লে ঠেলা l
চন্দ্র সূর্য গ্রহ তারা যত, সব প্রকৃতির দাস
নিয়মটা মেনে, অবিরাম, রচে যায় ইতিহাস l
মানুষ যা চায়, যদি হাতে পায়, চলে না তার পা
সুখের জীবন, পরনির্ভর, যেন সম্রাট শাহেন্ শা l
জীবনটা চলে, রয়ে সয়ে, শরীর না পায় কষ্ট
বিপত্তি এলে, প্রাথমিক কালে তাই তিনি রুষ্ট l
কিন্তু জীবন অসীম পাবন, বিপদেই জাগে তিন নেত্র
কুল কুন্ডল, তারামন্ডল, জোটে কাজের ক্ষেত্র l
সমস্যায় অদৃষ্টকে দোষারোপ ? সমাধানে চিরকাল
অন্তর থেকে শক্তি আসে, দরিয়ায় মাঝি বায় হাল l