পাঁচুবাবুর পাঁচন খেয়ে পাঁচমাথার ঐ মোড়ে
শ্যামবাজারের বিখ্যাত মোড় ঐ যে সে চিৎপুরে l
এই পাচঁনটি খেয়েছে যে বুঝেছে সে মজা
নানা দামে পাচঁন মেলে কেনে রতন ভজা l
দুঃখ মনের এক নিমেষে হবেই হবে দূর
মনটি জুড়ে বাজবে ধীরে আনন্দেরই সুর l
ব্যথা যতো গাত্র জুড়ে উধাও হবে সিওর
পাঁচুবাবুর পাঁচন যেন সেরার সেরা পিওর l
বিয়ে হয় নি ? বয়স গেছে ? পাচঁন খেলেই বিয়ে
পাঁচুবাবুর ঘটক রেডি জোড়া মিলিয়ে দিয়ে l
চাকরি হয় নি ? বেকার ? লাগবে চাকরি কতো ?
পাঁচুবাবুর পাচঁন খেলে চাকরি শত শত l
চাকরিদাতা আছেন যাঁরা পাঁচুবাবুর ভক্ত
পাচঁন খেলে পাঁচুবাবুর চাকরি তো নয় শক্ত !
ছেলে মেয়ে বোন দাদা আত্মীয় সব যতো
কিংবা ধরো অফিস, পাড়া আরো ক্ষেত্র শত
কোথাও লাগে ঝামেলা যদি এক পাঁচনে মেটে
পাঁচমাথার ঐ দোকানটিতে চলে এসো হেঁটে l
দেশবিদেশের যা কিছু গোল এক পাঁচনে ফিনিস
পাঁচুবাবুর পাঁচন শোনো এমনই এক জিনিস l
শোনো শোনো পাঁচুবাবু এলাকার এক দাদা
পাঁচন টাঁচন বাজে কথা কাটমানি নেন সাদা
এ কাটমানির এমন পাওয়ার বাঘে ও গরুতে
একই ঘাটে জল বেঁটে খায় সব সমস্যা মিটে l