ব্যথা ব্যথা কি ব্যথা গো ব্যথা সহ্য হচ্ছে না তো
পায়ে ব্যথা হাতে ব্যথা সারা দেহে ব্যথার গুঁতো l
দাঁতে ব্যথা গাঁটে ব্যথা চোয়াল ব্যথা সে মারাত্মক
বুকে ব্যথা পেটে ব্যথা মাথায় ব্যথা তা সর্বাত্মক l
হাড়ে ব্যথা মাংসে ব্যথা ব্যথা শিরা উপশিরায়
বাতের ব্যথা ঘাতের ব্যথা ব্যথায় যেন জীবনই যায় l
নখে ব্যথা চোখে ব্যথা ঘাড়ে ব্যথা নিত্যদিনে
শীতের ব্যথা গিঁটের ব্যথা গলার ব্যথায় শীর্ণ ক্ষীণে l
ব্যথা নিয়ে চলতে চলতে দিনে দিনে হচ্ছি কাহিল
যে পারছে সে বুদ্ধি দিয়ে জীবনটাকে করছে জাহিল l
ওষুধ খাচ্ছি যোগাসনও করছি সেটা নিয়ম ধরে
গরম জলে সেঁকও দিচ্ছি চুন হলুদে মালিশ করে l
ব্যথা সে তো কমে বাড়ে ঋতুভেদে একেক রকম
ব্যথার সঙ্গে ঘর বেঁধেছি সেটা নিয়েই বকম বকম l