মেঘ জমেছে আকাশকোলে উঠছে ঝড়ের শঙ্কা
ঘন আঁধার দিগ্বিদিকে ঘোর বিপদের ডঙ্কা l
ঐ আঁধারে উঠলো আওয়াজ বাহির থেকে ভোমরা
আকাশপতি বললো হেঁকে যাও চলে যাও তোমরা l
মেঘের ডাকে কড়কড়াকড় ঝমঝমাঝম বৃষ্টি
পথের ধুলো নদীনালা জগতে যা সৃষ্টি
উঠলো ভিজে বুঝলো হাড়ে মেঘের কি দম সত্যি
নদী সাগর থেকে আসে বাহির নয় এক রত্তি l
বিশ্বভুবন জুড়ে আছে এক বিধাতার সৃষ্টি
রকম সকম নানা রকম ভিন্ন হলেও কৃষ্টি l
যে যেখানে নিজের মতো সবাই আপন সত্ত্বা
সবাইকে তার পর ভেবে নেন স্বঘোষিত কর্তা l
আমি আছি তুমি আছো আছে লাখো সন্তান
সবাই আছি এই বাংলাতে বাংলা মায়ের বরদান l
নিজের স্থানে ফুটছে যে ফুল সৌরভে তা ধন্য
নিজের নিজের কাজের মাঝে সকলে অনন্য l
কে কার দিকে আঙ্গুল তোলে সবাই সমান সত্ত্বা
এই মাটিতে জন্ম সবার এই মাটিরই কর্তা l
আপন রঙে আপন তেজে আপন কাজে উজ্জ্বল
ক্ষিতি অপ ও তেজ মরুতে এবং ব্যোমে জ্বলজ্বল l