একখানা ছেলে নিয়ে বাবা বড়ো চিন্তায়
সর্বদা চাপে রাখে এই চাই ওই চাই l
পোশাকটা সর্বদা লেটেস্ট ফ্যাশনটা
খাবারের বেলা চাই ওই সে দোকানটা l
ব্র্যান্ডেড সব চাই অনামী বাতিল সব
ফোন চাই ট্যাব চাই আর চাই ল্যাপটপ l
বেলা করে ঘুম চাই হাতে হাতে সব তার
বাপ মার দুখে কাটে নবাব সুপুতটার l
ব্যাট চাই বল চাই সাথে যতো খেলবার
খেলাশেষে দম চাই কমপ্লান চায় তার l
চাঁদপানা মুখ দেখে কি যে খুশি মা-টা তার
বাবা মুখ ফস্কালে বারি দেয় ঝামটার l
একবার হাঁচি দিলে দেখে তাকে ডাক্তার
ওষুধ ও পথ্যে খরচটা বিস্তার l
বাবা থাকে কাঁচুমাচু যোগানটা দেয় সব
এক ছেলে হলে নাকি এরকম সহবৎ l
ভাইবোন কিলবিল অল্পেতে সুখী তারা
এক ছেলে হলে পরে যতো সব পাঁয়তারা l
রাস্তায় মার খায় বন্ধুরা দেয় ঠুকে
বাড়িতে নবাব বনে দিন কাটে মহা সুখে l
বাড়িতে টিচার চাই ব্যাচে পড়া তার নয়
এগজামে জিরো আসে, পড়াটাই সব নয় !
নয়নের মণি হয়ে বাবা মা-র দুই চোখে
চেহারায় রাজপুত চিরকাল থাক্ সুখে
সব পায় হাতে হাতে পড়বেটা কোন্ দুখে ?