এক আকাশ এক বাতাস এক ভূমির কোলে
প্রতিদিন লক্ষ কোটি মানবশিশু আলোকিত করে পৃথিবী,
ঈশ্বরের করুণা, সমভাব তাদের সকলের প্রতি
মায়ের যত্ন, পিতার ভালোবাসা ঝর্ণাধারার মতো
তাদের আগলে রাখে প্রতি মুহূর্ত l
তবু তারা সবাই সমানভাবে সমর্থ নয়
বিধাতার এ এক আজব খেলা বলে মনে হয়,
জন্মগতভাবে কিংবা হঠাৎই কোনো দুর্ঘটনার কারণে
শারীরিকভাবে একটু অসমর্থ মনে হয় যাদের,
কিন্তু মানুষ অসীম ক্ষমতার অধিকারী
প্রকৃতিকে জয় করে নেয়া তার উত্তরাধিকার
হেলেন কেলার, সুধা চন্দ্রণ, মাসুদ রানা
আমাদের চারপাশে পরিবেশ প্রকৃতির মধ্যে
নিয়ত তাঁদের সক্ষমতার প্রকাশ l
এক পৃথিবী ভালোবাসা, এক সাগর উদারতা
মানবিক পরিচর্যা, একসাথে পাশাপাশি,
এই পৃথিবীকে গড়ে তোলা, ভ্রাতৃভাব, সৌহার্দ্য
শারীরিক কারণেই আমরা কেউ পৃথক নই,
বৃষ্টিধারার মতো ঝরে পড়ুক অনুরাগ
জলে স্থলে অন্তরীক্ষে প্রতিটি মানবহৃদয়ে l
** "সহমর্মিতার সংবেদন" সংকলন, অমর একুশ বইমেলা ২০২৩ এ প্রকাশিত, পৃষ্ঠা - ৮৫