একটি ছেলে কর্মব্যস্ত নামটা অতি চেনা
বলতে পারি আমরা তাকে সংস্কৃতি সেনা ।
এই আছে সে এই তো হাওয়া পড়ছে সবাই ধন্দে
সবকিছুতে আছে তো সে শুধু নেই গালমন্দে ।
দিনভর ছুটে একসার তবু তার নেই উদ্ধার
জায়গামতো ঠিক ঠিক পৌঁছে যায় সে
ঘটে যতো ঘটনাদি করে তার রটনা
পাতায় পাতায় আসে বিস্তৃত নিমেষে ।
খেলে যারা খেলোয়াড় ছড়াগানে মত্ত
কবিতা-গল্প টানে যাঁরা সব ব্যস্ত
মঞ্চে মঞ্চে চলে অভিনয় নাটকের
কলাকুশলীরা যতো নানাবিধ শিল্পের
যতো শত কেন্দ্রে কলা শলা হয় চাষ
সবখানে এই ছেলে সব ঠাঁই তার বাস ।
খুঁজে খুঁজে নিয়ে আসে যারা গেছে হারিয়ে
জড়ো করে সকল কিছু ডকুমেন্ট বানিয়ে
জেলা জুড়ে করে সে ইতিহাস তৈরি
আছে যতো মানুষেরা ইতিহাস বৈরী
সবাই ধরে সেই পথ ইতিহাস চেতনা
পাড়ায় পাড়ায় আসে পড়শির রচনা ।
জেলা জুড়ে বেড়ে যায় পাগলামি সৃষ্টি
পরত পরত জুড়ে আসে স্বীকৃতি বৃষ্টি ।