শীত সকালে বৃষ্টি ফোঁটা বরফ আক্রমণে
শিরশিরিয়ে উঠছে শরীর হিমেল ঐ পবনে ।
যাবার বেলায় শেষের বারে দিচ্ছে তুলির টানে
গাছগাছালি পথেঘাটে সবুজ প্রানের ঘ্রাণে ।
যতো মানুষ ঢাকছে তাদের শীতপোশাকে জবর
অবলা ঐ প্রানীসকল কে নেয় তাদের খবর ?
পথেঘাটে জলে নাচে পিছলে পড়ে কতো
শীতের পোশাক শুকায় না তা জমা কাপড় যতো ।
হাট বাজারে পরষ্পরের ভাবের বিনিময়ে
প্রয়োজনের জিনিস কেনা গল্পে রয়ে সয়ে ।
ছুটির আমেজ উষ্ণ পানে শীতের আস্বাদনে
জলে ছলছল কথা কলকল আড্ডা নির্বাসনে ।
ছড়ায় গানে ভিতর প্রাণে নতুন বাঁচার হাওয়া
নিজের মাঝে ডুবে গিয়ে আবার খুঁজে পাওয়া ।