নদীঘাটে নৌকায় নববধূ বেশে
গাঁয়ের দামাল মেয়ে চললো বিদেশে
গাঁয়ে ঘাটে মগডালে চঞ্চলতার
স্বামীর ঘরেতে গিয়ে ইতি হবে তার

বখাটে বন্ধু যতো এই তল্লাটে
এক ডাকে মঞ্জুর সব এসে জোটে
গাছের মিষ্টি ফল খেজুরের রস
হানাদার বাহিনীর আছে অপযস

মাসে মাসে সপ্তাহে বসত বিচার
শোরগোল চিৎকার এই অনাচার
গাঁয়ের মুরুব্বিরা জরিমানা করে
পুনরায় বারবার সেই পথ ধরে

পশুপাখি ফুলফল পথঘাট যত
মঞ্জুকে চিনে গেছে বড়ো অবিনত
ধপধপ দুমদাম হুরপার দলে
সে সব পিছনে ফেলে স্বামীঘর চলে

চঞ্চল চোখদুটো চপলতা শেষে
উষ্ণ পরশ পায় স্বামীর সকাশে,
চোখ দুটো ছলো ছলো ঠোঁটে মৃদু হাসি
গাঁয়ের চপল মেয়ে বিদেশের বাসী l

উদ্দাম দলবল যতো সাথী তার
ঘাটে এসে জড়ো সব মুখগুলি ভার
পালা করে কান্নার ওঠে শোরগোল
চঞ্চল মাঝি দেয় নৌকায় দোল

নদীঘাটে আজ দেখি জন সমাগম
সকল বয়সী জনে ঘাট গমগম
নাই কোনো অভিযোগ বিদায়ের বেলা
সজল নয়নে শেষ যতো ছেলেখেলা
৮৫৩