করোনার এই বিষম দিনে
বাজার থেকে দ্রব্য এনে
চাল ডাল সয়ার গুটি
বিলায় সেই মানুষ দুটি l
বিস্কুট প্যাকেট ভরা
ব্যাগে আছে সে সব ধরা
ভালবাসা সঙ্গে মেখে
বিপন্নদের তারা দেখে l
এই সময়ে হাহাকারে
কতো নানা দরকারে
মানুষজন হঠাৎ বেকার
কাজকর্মের নেই যোগাড় l
ভিন্নভাবে সমর্থরা
এই বিপদে কোথায় তারা
তাদের খুঁজে খুঁজে নিয়ে
পৌরপিতা দেয় সাজিয়ে l
দেয় সাজিয়ে চাল ও ডালে
বিস্কুট ও সয়ার লালে
লড়াই করার শক্তি বাড়ায়
ভাইরাসকে দূরে তাড়ায় l
পুষ্টি নিয়ে ঘরে থাকো
লক ডাউনকে সফল করে
স্বাস্থ্যবিধি মেনে চলো
করোনা যে যাবেই দূরে l