জন্মদিনে বন্ধুরা সব আসবে সদলবলে
মাথায় পোকা কাটছে কেবল ভুললে কি আর চলে ?
চর্ব্য চোষ্য লেহ্য পেয় ঢালাই আয়োজনে
খুশির ঢেউ এ মাতবে বুবাই নিজের জন্মদিনে l
হঠাৎ বুবাই স্বপ্ন ভেঙে ধরপরিয়ে ওঠে
কি ভয়ানক স্বপ্ন বাবা ভর শীতে ঘাম ছোটে l
জন্মদিনের পার্টিতে তার বন্ধুরা কেউ নেই
আছে হাজির ভূত ও পেত্নী সারা বাড়িতেই l
অখাদ্য সব খাদ্য খাবার গিলছে ভুঁড়ি ভরে
কে বা দিল নেমন্তন্ন, এলো কেমন করে ?
বাড়ির সবাই গেল কোথায় সবাই ভূতের ছানা
নাচছে খাচ্ছে হাসছে দুলছে গাইছে ভূতের গানা l
ঠ্যাং ধরে তার দুইটি ভূতে দুইটি ভূতে হাত
'হ্যাপি বার্থ ডে বলে' ছোঁড়ে মেঝেয় কুপোকাত l
কোমড় গেল হাঁটু গেল মাথাও গেল বুঝি
ভূতের হাতে রক্ষা পেতে খুঁজে গলিঘুঁজি l
হামা দিয়ে চলতে গিয়ে দূরে একটুখানিক
চৌকি থেকে ধপাস পড়ে বুবাই রতন মানিক l
কোথায় কিসের অনুষ্ঠানে কিসের আমন্ত্রণ
শূন্য বাড়ি ভোরের রাতে নিভৃত নির্জন l