বৃদ্ধস্য তরুণী ভার্যা শুনি বহুকাল
কি করে এ কথা এলো কোন দেশ কাল,
এ বিষয়ে কিছু মিম বাজারে ছড়ায়
"ইনকম, দিন কম" বিষয় গড়ায় l
অতি সম্প্রতি এক পেলাম প্রমাণ
কনজাংটিভাইটিসে বড়ো হয়রান,
বুড়ো আমি বুড়ো বউ সিপ্লক্স ফোঁটা
চোখ ছেড়ে পড়ে দেখি মুখ জুড়ে গোটা l
ডানদিকে বামদিকে ওপরে ও নিচে
চোখের কোটর ছেড়ে ছোটে সবদিকে,
বয়স ষাটের কাছে বউটি আমার
চোখের জ্যোতিটা তার সেই নেই আর l
আন্দাজে ড্রপ ফেলে ইতি উতি নিতি
চোখ ছাড়া সারা মুখ স্নানে সমাপতি l
তরুণী ভার্যা হলে ফোঁটার নিশান
সরাসরি চোখে যেত, পেত পরিণাম l
তাই বুঝি অতীতের বিজ্ঞজনেরা
বিয়ের বিধান দেন - ছুঁড়ি সাথে বুড়া,
আমরা তো বিয়ে করে ফেঁসে গেছি পুরো
ব্যাচেলর বুড়ো যারা, দেখে বিয়ে করো l