ও খুকি তোর হাত ভরা যে কাশের ফুলের ঝাঁকে
ওই ওখানে কাশের বনে মাঠ ও নদীর বাঁকে,
কাশের ফুলের সাদা রঙে খেলে বকের দল
ও খুকি তোর মনের ভিতর নাই রে কোনো ছল l

শরৎ আসে দূর্বা ঘাসে পড়ে শিশির ধারা
ও খুকি তুই ছুটে চলিস এ পাড়া ও পাড়া,
দুর্গা মায়ের আবাহনে চলছে প্রয়াস কতো
ও খুকি তুই দেখতে যেন দুর্গা মায়ের মতো l

হাসলে পরে মুক্তো ঝরে গাইলে হৃদয় দোলে
ও খুকি তুই বড় খুশি নিজের মায়ের কোলে,
বাড়ি জুড়ে গাড়ি জুড়ে কথার কলতান
ও খুকি তুই সত্যি হলি বাবার প্রিয় প্রাণ l

শরৎ আসে পুজোর মাসে সাজের পড়ে ধূম
ও খুকি তোর চোখের 'পরে আসেনা কি ঘুম ?
৮৯২