মন দুখী আজ মন দুখী ভাই আপন স্বাধীন সত্তা নিয়ে
এই আছে এই নেইকো যাঁরা আছে কি না এই বিষয়ে l
বলছে তাঁরা একাত্তরের এসো আগে দলিল নিয়ে
প্রমাণ হবে তবে তুমি এই দেশেরই হলে গিয়ে l
একাত্তর সে অর্ধ শতক কোথায় পাবে জীর্ণ দলিল
দলিল যদি না পায় তবে হবে কি সব ধ্বস্ত জলিল ?
আছে অনেক প্রমাণপত্র তালিকা তার আছে বিশাল
জোগাড় একটা হলে পরে খুলবে কি তাঁদের কপাল ?
মানা এবং না মানাটা প্রশাসনের পারোগেটিভ
তুমি শুধু জোগাড় রাখো কাগজপত্র পুরো সঠিক l
শুনছি নাকি হবে সে এক কনসেন্ট্রেশন নামে ক্যাম্প
নাগরিক নয়কো যারা তাদের করবে সেখানে ড্যাম্প l
জেলের অধম জীবন যাপন যেন পুরো নরকসম
বিদেশীদের বিদায় দিবে বলবে তাঁদের নমঃ নমঃ l
আবার শুনি অন্য কথা বিপদ নাকি সবার নয়
ভারত যাঁদের পুণ্যভূমি তাঁদের কবচ অবশ্যই l
কোথায় যাবেন তাঁরা তখন ভারত দিবে ঠাঁই তাঁদের
সিটিজেনশিপ আইনটি এলে নাগরিক হন এই দেশের l
কোনটা সত্য কোনটা মিথ্যা জানে না তো নিশ্চিত
তাই তো সারা ভারতবাসী আছে আজও ভয়ভীত l
নানামুখী কথা শুনে ভয় আতঙ্কে কাটছে বেলা
মেঘ উঠেছে আকাশকোণে শেষ বুঝি সুখের খেলা !!