সাজুগুজু করি আমি সক্কাল বেলা
মন ভালো নেই তাই মুখ আজ ফোলা l
সুর করে বিছানায় কাঁদি শুয়ে শুয়ে
চোখ থেকে টপ টপ জল পড়ে নুয়ে l

আমার বাড়িতে শুধু আমি একা খুকি
আর সব বড়সড় কাজ টুকিটাকি l
কাজ নিয়ে ব্যস্ত যে বাড়ির সবাই
একা আমি থাকি পড়ে বাড়িতে সদাই l

যতো সাজি যতো খেলি একা নেই মজা
বাড়িটাকে মনে হয় জেলখানা সাজা l
বাইরে কি হয়েছে যে করোনায় শুনি
বন্ধ খেলার মাঠ রোজ দিন গুনি l

সবাই তো কাজে যায় ব্যস্ত ভীষণ
একা আমি ঘরে থাকি ভালো নেই মন l
৮২০