শ্রদ্ধেয় কবি প্রবীর চ্যাটার্জী মহাশয় গতকাল কবি জীবনানন্দ দাস ও তাঁর স্ত্রী লাবণ্য দেবীর বিষয়ে একটি আলোচনা প্রকাশ করেছেন l তার যথার্থতা মেনে নিয়েও কেন এরকমটা হয়ে থাকে সে প্রসঙ্গে কিছু বলবার প্রয়োজন আছে বলে মনে করি l
একটা কথা আছে "Charity begins at home". অর্থাৎ দায়িত্ব, কর্তব্য, ভালবাসা ঘরের লোককে আগে দেখাও l তারপর বাইরের জগতকে l কিন্তু দেখা যায়, বিশেষ করে কিছু কিছু বিখ্যাত, মহান ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি বিপরীত হয় l ঘর ও জগতের মধ্যে ভারসাম্য রাখতে না পেরে তাঁরা ঘরকে ছেড়ে পরকে গুরুত্ব দিয়ে ফেলেন l অনেক বিখ্যাত ব্যক্তির ক্ষেত্রে এরকমটা হয়েছে বলে শোনা যায় l জীবনানন্দ, সক্রেটিস, বিদ্যাসাগর এই দলেই পড়েন l তাই বলে এটি তাঁদের চরিত্রের একটি অন্ধকার দিক এমন মনে করাও ঠিক নয় l বলা হয়, প্রতিটি সফল মানুষের পেছনে এক নারীর অবদান থাকে l কথাটি সর্বাংশে সত্য হতে পারে না l তাহলে জীবনানন্দ, বিদ্যাসাগর, সক্রেটিস এবং আরো এরকম বহু পুরুষের প্রসঙ্গ আসত না l তাঁদের সফলতার পেছনে তাঁদের স্ত্রীর কাছ থেকে তাঁরা অনুপ্রেরণা পান নি l একার চেষ্টায়, এবং বলা যেতে পারে স্ত্রীর অসহযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সক্রিয় বিরোধিতার মধ্যেও নিজের ভেতরে সৃষ্টির যে আগুন, তা তাঁরা প্রজ্জ্বলিত রেখেছেন l তার জন্য তাঁদের যে ঐকান্তিক জেদী প্রয়াস, তা করতে গিয়ে, পরিবারের প্রতি, ঘরের প্রতি তাঁরা উদাসীন হয়ে পড়েছেন l
এটা বোধ হয় স্বীকার করতে আপত্তি থাকার কথা নয় যে প্রতিভাধরেরা আর দশজনের মতো মানুষ তো বটে, কিন্তু সাংসারিক বিষয়গুলি তাঁদেরকে সেভাবে আকৃষ্ট করে না, যতটা করে তাঁদের সাধনার জগৎ l এক্ষেত্রে সহধর্মিণীর কাছ থেকে অনুপ্রেরণা পেলে সেই প্রতিভাধরের চাপ কমে, তিনি সৃজনসাধনায় মগ্ন হতে পারেন l আবার ঘরের বিষয়েও মনোনিবেশ করতে পারেন l কথাটি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য l অধিকাংশ ক্ষেত্রে এরকমই হয় l তাই কথাটির জন্ম - "প্রতিটি সফল ....." l কিন্তু অল্প কিছু সংখ্যক প্রতিভাধরের ভাগ্য বুঝি বিরূপ থাকে l ঘরের মানুষটির সঙ্গে সংগ্রাম করে তাঁদের সাধনার পথে এগিয়ে যেতে হয় l ফলে সম্পর্কের অবনতি ঘটে l সম্পর্কের অবনতি হলে আনুষঙ্গিক অনেক কিছু হয়, যা ক্ষেত্রবিশেষে খুবই অপ্রীতিকর শোনায় l
এর জন্য কাউকে ঠিক দায়ী করা যায় না l না পুরুষকে, না স্ত্রীকে l বলা যেতে পারে, তাঁরা উভয়েই পরিস্থিতির শিকার l যাঁর কাছে যেটি গুরুত্বপূর্ণ তিনি সেই বিষয়টির জন্য লড়ে যান l এই লড়াই তাঁদের মধ্যেকার দূরত্ব বাড়িয়ে দেয় l
বিষয়টি স্পষ্ট করবার জন্য শুধু কয়েকজন ব্যক্তির নাম নিয়েছি l বিশদ উদাহরণে যাই নি l তাঁদের জীবন বিবরণী পাঠ করলেই তা বোঝা যাবে l
সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই l