সূর্য কিরণ, প্রখর দহন, দীপ্ত কাব্যধারা
বিশ শতকের অন্তিমকালে ভেঙে যায় সব কারা,
বাংলা কাব্য আকাশের কোলে আরেক উদীয়মান
দুখু মিয়া বীর বিপ্লবী কবি নজরুল ইসলাম l
ভেঙে যায় সব বাধার পাহাড় পুরুষ কিংবা নারী
স্বজাতি কিংবা বিদেশী, হোক যতোই অত্যাচারী,
রক্তলেখায় লেখা হয়ে চলে সবার সর্বনাশ
ধর্ম প্রাচীর ভেঙে খান খান উদার হৃদয়দাস l
কারান্তরাল থেকেই লেখেন হুজুগের ফরমান
উদয় অস্ত লিখে যান কবি মানুষের জয়গান l
'বসন্ত' পান উপহার ঐ জেলের মধ্যে থেকে
উভয় বাংলা চেতনার পাঠ কবির কাছেই শেখে l
আকাশ পানে চেয়ে দেখি আজ রঙহীন প্রান্তর
মানবের বেশে ঘুরে ফিরে কতো দানবের ধরোহর,
আকার প্রকার, কালি, রঙ দেখে উচ্চ নিম্ন তাপে
শাসকের ভয়ে আজকের কবি থরহরি দেখি কাঁপে l
কোথা তুমি নজরুল ? কোথায় সে বিষ হুল
তোমার কলমে ছুটে যাক ফের অগ্নির ভিমরুল l
এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, হুঙ্কারে রণতূর্য
মানবের প্রেম, অগ্নিচক্ষু, সৈনিক মহাবীর্য l
একসাথে তুমি করেছ লড়াই ঘরে শুধু নয়, বাইরে
ধর্মের সাথে কর্মের সাথে বর্ণের সাথে তাই রে l
দুখু মিয়া, তুমি বিদ্রোহী কবি অন্তরে বিরাজিত
প্রতি ক্ষণে তুমি যোগাও সাহস সদাই অপরাজিত l