মোটেই নন বুড়ো
হননি তো থুথ্থুরো
চামড়া থেকে জেল্লা বেরোয়
যেন হলুদ গুঁড়ো l
চুল যায় নি পেকে
বলবে সবাই দেখে
ধবধবে ঐ মানুষটিকে
কেউ দিয়েছে এঁকে l
জঙ্গলে রাতবিরেত
ভয় পেয়ে বাঘ বিলেত
সারা রাত্রি বন চড়িয়ে
সকাল হলে ফিরেত l
বুড়ো নয় সে লোক
রঙিন ফুলের থোক
নিত্যকর্ম সেরে নিয়েও
আজব কর্মঝোঁক l