ইংরাজি ও বাংলা বছর দুটোই আমরা মানি
হ্যাপি নিউ 'য়ার নববর্ষ এই বলে তো জানি l
শুভেচ্ছা আর গুড উইশে ভরে মোবাইল পাতা
ইংরাজিতে পার্টি চলে বাংলাতে হালখাতা l
বছর শেষের সেলিব্রেসন চলে রাতের বেলা
বোমা পটকা আলো রোশনাই নাচ ও গানের খেলা l
জমা জঞ্জাল ঝেড়ে ফেলে নতুন করে সাজাই
জিনিসপত্তর মনের ভেতর করি আড়ংধোলাই l
ভুল ও ভ্রান্তি পিছে ফেলে নতুন ক্যালকুলেশন
সম্পর্ক সব ঝালাই করে রিনিউ হয় রিলেশন l
অনেক নতুন শপথ করি বছর প্রথম দিনে
ঘর সাজাতে অনেক জিনিস আনি নতুন কিনে l
বাড়ির সকল সদস্যেরা কেউ দেখে কেউ হাসে
পাড়ায় ক্লাবে কর্মক্ষেত্রে মাতে উপহাসে l
তবু মানুষ যায় না দমে অটল থাকে পণে
নতুন বছর এলে পরে ভঙ্গ দেয় না রণে l
বাঙাল :
ভাবছি বসে নতুন সালে নতুন কিছু করবো
নতুন সাজে সেজে উঠে জুড়ি গাড়ি চড়বো l
জুড়ি গাড়ি কোথায় মেলে আজকে দিনে জানি না তো
ভাড়া যে তার কতো হবে দু দশ টাকা নাকি শত ?
লাগুক টাকা নেই পরোয়া জীবন সে তো ভোগের কারণ
করবো কি সব টাকা নিয়ে এটা বারণ ওটা বারণ l
যখন ছিলো বয়স ছোটো টাকার ছিলো দারুণ অভাব
সবকিছুতেই লোভের শিকার সহ্য করার ছিলো প্রতাপ l
কিন্তু টাকার অভাব বলে চেয়ে চেয়েও পাই নি হাতে
এখন কাঁড়ি কাঁড়ি টাকা সহ্য করা নেইকো ধাতে l
ইচ্ছে হলেও পাই না খেতে অসুখ বলে অনেক বাধা
ইচ্ছে হলেও পাই না যেতে রাস্তা আটকে দাঁড়ায় রাধা l
সুযোগ বুঝে শেষ বয়সে অনেক অসুখ জাপটে ধরে
পা ফেলি তো হাঁপাই শুধু বাইরে যাবো কেমন করে ?
শখ ছিলো তো টাকার অভাব টাকা এলো শখের কাঙাল
মিললো না তো ক্ষেত্র দুটো এমনি কি আর বলে বাঙাল ?