দিদি আর বোনেতে
ঘরে এক কোণেতে
শুভ্রবসনে তুলে
ছবি তিন চার,
বাগানে গাছের সারি
ধুলো মাটি এককাঁড়ি
প্রাচীরে রয়েছে ঘেরা
বিরল বাহার l
রোদ ছায়া যায় খেলে
সবুজ অবুঝ মেলে
ছোট গাছ মেলে ধরে
আশিসের হাত,
ইটসারি গোল হয়ে
পাহারায় আছে সয়ে
হলুদ সবুজ রঙে
নতুন প্রভাত l