তোমরা যে বলো মিছে যুগ গেছে পাল্টে
বুড়ো যারা তারা নাকি পুরো গেছে সাল্টে l
নতুনকে তারা নাকি মেনে নিতে পারে না
আমি দেখো একসাথে নতুন ও পুরানা l
একপায়ে ধুতি পরি জিন্স পরি ও পায়ে
দুই রঙে জামা দেখো কি মানায় এ গায়ে l
দুই রঙে জুতো পরি কেটসে ও স্যু এতে
এমন পোশাক তুমি পাবে শুধু জু এতে l
পেছনটা বুড়ো সাদা তরতাজা সামনে
ফিটফাট টিপটপ গটগট বামনে l
কালো সানগ্লাস পরি চোখ রাখি কাগজে
ইংরেজি পত্রিকা ঘিলু ভরা মগজে l
গোঁফ আছে ভুরু আছে সাদা কালো মিশেলে
দুই বেলা ঢুকে পড়ি খাবারের হেঁসেলে l
৮২৩