ছুটে ছুটে যাই আর ফিরে ফিরে আসি
জন্মভূমিকে আমি বড়ো ভালোবাসি
অন্তর দোলে
ফিরে আসি বারবার জননীর কোলে l
সাগর পাহাড় দেখি, দেখি মরুভূমি
নদনদী উপবন কতো জলাভূমি
গ্রামের আকাশ
সেইখানে জুড়ে থাকে শ্বাসপ্রশ্বাস l
ঘরকুনো হই যদি মনে নাই ক্ষোভ
সুন্দরবন জুড়ে যতো ম্যানগ্রোভ
বেসুর বেতাল
ছুটে ছুটে আসি খেতে মা'র কাছে গাল l
শিশুকাল যৌবন করে দিয়ে পার
জন্মভমির টান অসীম অপার
যেখানেই যাই
দিনশেষে নিজদেশে ফিরে আসা চাই l
৮৩৪