একখানি ছোটনদী এঁকেবেঁকে চলে
প্রতিচ্ছবি সুন্দর পড়ে তার জলে l
শীর্ণ বাঁশের সাঁকো এপার ওপার
খুঁটি থাকে জলে পোঁতা নেয় সব ভার l
ঘুরে ঘুরে চলে নদী মনি বাঁকে বাঁকে
সেইখানে থাকে নাকি মাছ ঝাঁকে ঝাঁকে l
জেলেরা জালের টানে কতো মাছ ধরে
শখের শিকারী যারা তারা ভিড় করে l
ছিপ ফেলে বসে থাকে দুপুর বিকাল
বন্ধুরা পাশে বসে খায় মিঠা ঝাল l
দুইপাশে জঙ্গল গাছের বাহার
সারমেয় জোড় বেঁধে জোটায় আহার l
কুলিকের জঙ্গল কুলিকের নদী
স্নান করে নদীজলে নদীর আমোদী l
স্বচ্ছ নদীর জলে পানা ভেসে যায়
সাঁতারু সাঁতার কাটে বেশ মজা পায় l
শীর্ণ বাঁশের সাঁকো নদীজলে ভাসে
পেন্সিল ড্রয়িং এ তা অবিকল আসে l
গাছের সারির শেষে আকাশের কোল
ছাইরঙ ছবি দেয় হৃদয়েতে দোল l