আমি খুব ভালোবাসি লোক
চাই তাঁরা আমাদের হোক
সবাইকে বলি আমি আসতে
আমাদের ঘরে এসে থাকতে
আমিষ ও নিরামিষ মিলিয়ে
খুব ভালো খাওয়া দিবো বিলিয়ে
একজন ফোনে বলে - আজকে ?
আমি শুধু হেসে বলি - কালকে l
তবে আমি চাই যা
মুখে যদি আনি তা
- হবে হিতে বিপরীত
কথাতেই হার জিত l
রেগে গেলে কামড়াই
দাগ ওঠে চামড়ায়
আজ নয় কাল বলি
অনন্ত অলিগলি l