পথ ধরে চলি আর সাথে থাকে বউ
ঘরে দেখি বাইরেও চায় কি তা কেউ ?
সেই পথে হেঁটে চলে কতো সুন্দরী
মানবী তো নয় যেন অপ্সরা পরী l
পুরুষ কামনা তাই দৃষ্টি আকারে
সামনে পিছনে দেখে, দেখে চারিধারে l

তারাও তো ইশারায় আঁকশিতে টানে
সুন্দর চেহারায় সুগন্ধি ঘ্রাণে l
বিচিত্র পৃথিবীর বিচিত্র রূপ
রসায়ন কাজ করে অন্তরে খুব l
বিধাতা যা দিয়েছেন গেঁথেই ভেতরে
সামর্থ্য আছে কার অস্বীকার করে ?

দেব থেকে মুনিঋষি সুন্দরী জ্বরে
পুরাণে ও ইতিহাসে কামনারা ঝরে l
আমি তো পুরুষ এক সামান্য ফেউ
মন জুড়ে খেলে তবু দেব মুনি ঢেউ l
তাঁদের কপাল ভালো নেয় নি তো কেড়ে
জুটেছে আমার যেটা কপালের ফেরে l
দর্জাল বউ এক শ্যেন চোখ দুটা
সর্বদা চোখে রেখে কাড়ে স্বাধীনতা l

আমার ঘরণী সে তো চেনেই আমাকে
কখন এ ভুল করি থাকে তাকে তাকে l
প্রকাশ্য রাস্তায় কান টেনে ধরে
সম্মান মর্যাদা তুলোধুনো করে l
গঞ্জনা স্রোতধারা - "মেনিমুখো হুলো
বউ আছে সাথে, তুমি তার সাথে চলো" l
913