সাদারঙ ঐ মেঘ ভেসেছে
নীল আকাশের কোলে
শান্ত দীঘির সবুজ জলে
প্রেমিক হৃদয় দোলে l
দীঘির পাড়ে গ্রাম বসেছে
টিন ও টালির ছাওয়া
খড়ের সনে ঘর বেঁধেছে
তাকেই কাছে পাওয়া l
সবুজ ঘন গাছের সারি
হলদে রঙের মাটি
গাঁয়ের মানুষ সহজ সরল
পাক্কা সোনা খাঁটি l
গাছের ফল ও ফুলে ভুলে
ফসল, দীঘির মাছে
ঝড় বাদলে হেরে গিয়েও
গ্রামের হৃদয় নাচে l
গ্রাম্যজীবন সহজ সরল
ছোট্ট চাওয়া পাওয়া
খাদ্য, বস্ত্র, বাসস্থান আর
পরান খুলে গাওয়া l
আছেন তিনি মাথার ওপর
জীব দিয়েছেন তিনি
যা কিছু সব তাঁরই সৃজন
সোনার মাতৃভূমি l
520