আরামবাবু আরাম করেন আরামকেদারায়
বিরামবাবুর সকাল বিকাল বিরাম নেয়া চায় l
চিন্তামনি চিন্তা করেন চিনেমাটির কাপে
কেমন করে সুরুৎ সুরুৎ চা খেয়ে নেয় বাপে l
ভাবতে ভাবতে ভুবনবাবুর এই ভাবনা গজায়
কেমন করে সময় কাটায় মানুষ হাসি মজায় l
শান্তি পেতে শান্তিবাবু শান্তিবনের ঠেকে
যোগ দিতে যান সঙ্গে কিছু লোকজনকে ডেকে l
সখিবাবু সুখের আশায় সখ্য গড়ে তোলেন
সুখের কথার জাবর কাটেন দুখের কথা ভোলেন l
দীনবন্ধু দীনের বন্ধু উজাড় করে হাত
সকলকে হেল্প করেন তিনি দেখেন না জাতপাত l
নিত্যদিনই নিত্যবাবু নিত্যকর্ম সেরে
হুড়ুম ধুড়ুম শুরু করেন শেষবেলা যান হেরে l
হারের কথায় পড়লো মনে হারুবাবুর নাতি
সকাল হলেই উঠানমাঝে সাজায় খেলনাপাতি l
খেলার নেশায় সকাল দুপুর বিকালটা তার কাটে
খেলার মাঝেই সন্ধ্যা হলে সূর্য্যও যায় পাটে l
আপন আপন কর্ম নিয়ে ব্যস্ত মানুষজন
দিন দুনিয়ার রকমফেরে কেউ বেশি কেউ কম l