ধিন তাক ধিন তাক তাক ধিন ধিন না
শুধু শুধু দরদাম কিনে কিছু নিন না !!
এক টাকা দুই টাকা তিন টাকা বাঁচিয়ে
রাশি রাশি টাকা ওড়ে ললনাকে নাচিয়ে !!
বুড়োবুড়ি গরিবেরা সক্ষম ভিন্ন
কাজ কিছু করে খায় নিজ নিজ অন্ন !!
চায় না দয়ার দান চায় না তো ভিক্ষা
বুড়ো হাড়ে আয় করে এই তার শিক্ষা !!
তার সাথে দরাদরি মাথা খুব খাটিয়ে
বিশ্বজয়ের খুশি টাকা কিছু বাঁচিয়ে !
সেই টাকা উড়ে যায় আজে বাজে মেশাতে
লাখ লাখ টাকা ওড়ে এলোমেলো নেশাতে l