কুড়িয়ে যে পায় টাকা সেই টাকা তার
আয় করা টাকাটায় চলে সংসার l
বেকারের নাই দায় খায় পর ঘাড়ে
পড়ে পাওয়া টাকা পেলে খরচটা বাড়ে l
কাঁড়ি কাঁড়ি টাকা জমে কর্তার কষ্টে
সে টাকাই উড়ে যায় অন্যের হস্তে l
কড়ি ফেলো মাখ তেল বিনা দামে কিছু নয়
পকেট গরম হলে সম্মান আয় হয় l
টাকা আছে তাই তুমি ছেলে মেয়ের ভগবান
অর্থের আকাল হলে দেখে নাকো সন্তান l
টাকার যে মুখ দেখে তাকেই সফল বলে
ডিগ্রিটা কি কাজের টাকা আয় নাই হলে ?
প্রেমকালে শুখা রুখা তাও তবু চলবে
বিয়ের সময় এলে টাকা কথা বলবে l
ভালোবাসা কবিতায় ফোটায় যে কতো ফুল
টাকাহীন স্বামী শোনে বধূর কথার হুল l
টাকা হলে বাড়ি গাড়ি সুন্দরী কন্যা
টাকাহীন দুনিয়ায় দুঃখের বন্যা l
টাকার কুমীর যে কৃপণের হাড্ডি
শত শত সুতো মিল পরনেতে চাড্ডি l
টাকার অশেষ দোষ লাইনচ্যুত হয় গাড়ি
সেই টাকা রক্ষক প্রাণ বাঁচে গাড়ি বাড়ি l
একটাই আপসোস টাকা সব যাই ফেলে
জীবনের দাঁড় বেয়ে ওপারের গাড়ি পেলে l