একই রক্ত উভয় দেহে
অশ্রু সিক্ত এক লবণে
কাঁটাতারের উভয় পারে
আজকে হাজির আপনজনে l
রাষ্ট্রনেতার একটি খোঁচায়
বাঁটলো মানুষ বাঁটলো ভূমি
বাঁটলো আপন স্বজন বন্ধু
কাঁটাতারের আমি তুমি l
বছর বছর একটি দিনে
মিলছে স্বজন মিলনমেলায়
কান্না হাসির মিশ্র রোলে
উপহারটি ছুঁড়ে ফেলায় l
কাঁটাতারের উভয় পারে
লক্ষ লোকের সমাবেশে
মিলনমেলায় মিলছে মানুষ
যুগান্তরে দেশবিদেশে l