অনেক ভাব ও অভাব নিয়ে চলে মানবজাতি
শুরু থেকে ধাপে ধাপে এগোয় পরিপাটি l
পরিপাটি ফের কখনো উদোম বেচাল চালে
নিজের সৃষ্টি ধ্বংস করে দানব হয়ে কালে l
খাদ্য এলো বস্ত্র এলো এলো বাসস্থান
যুগের সঙ্গে সঙ্গে এলো নতুন নতুন দান l
শিক্ষা এলো সংস্কৃতি নানান বিনোদনে
ধর্ম এলো বিচারপ্রথা ত্যাগ ও প্রলোভনে l
নোট এলো ভোট এলো এলো শাসনপ্রথা
সুখ এলো শান্তি এলো মনের দুঃখ ব্যথা l
পুজো এলো বিয়ে এলো নানান আয়োজনে
অসুখ এলো ওষুধ এলো রোগ নিকেতনে l
ভাষা এলো তাকে ঘিরে এলো কতো বিকার
যে ভাষাতে মাকে ডাকি সেই ভাষা হয় শিকার l
ভাষার জন্য লড়ে শেষে মায়ের ভূমি পেলাম
তবু হাজার রকম শোষণ করে দেশকে গোলাম l
উঠছি আবার নামছি যেন কে সি নাগের গণিত
সভ্য দেশে ভাই খুঁজে নেয় আপন দেহের শোনিত l
ধর্ম নামের বর্ম পরে ভুল করে যায় মানব
বিধাতা তো করুণাময়, নন তো তিনি দানব l
৫১৪