শরীর যখন রক্তে লাফায়
পকেট জুড়ে টাকার গরম
কিসের ঠাকুর কিসের দেবী
তখন থাকে শুধুই অহম l
দিগ্বিদিকে অশ্ব ছোটে
জয়ডঙ্কার নিনাদ শুধু
পাহাড় জমিন এক করে দেয়
মানবতার মরু ধুধু l
শক্তি বলে সকল কথা
শক্তি বুদ্ধি শক্তি জ্ঞানে
জ্ঞান উপাসক তাপস যারা
তাঁদের তখন কে বা মানে l
চক্রাকারে ঘুরতে থাকে
নিয়তি তার স্বরূপ দেখায়
বিপদকালে মানুষ স্বজন
তাঁদের গুরু তাঁদের সহায় l
শীতল রক্তে বয়সকালে
পকেট যখন দিচ্ছে জবাব
স্মরণ পড়ে দেবাদিদেব
পথে আসেন প্রাসাদ নবাব l
** কবিকথা বিশেষ উৎসব সংখ্যা ২০১৯ এ প্রকাশিত