শান্তা মাসি পান্তা খেয়ে
সবজান্তা ভাব
বরের পিসি কনের মাসি
অদ্ভুত স্বভাব l
আলতো করে জ্বালতো উনান
চালতো গমের আটা
রাত দুপুরে ন্যাকা সুরে
গাইতো রে গা মা পা l
ঘাটের পাশে হাট বসেছে
ঠাট দেখিয়ে মাসি
বাকি করে আনে ঘরে
খাবার যতো বাসি l
বাসি খাবার হাসি আনে
মাসিমনির মুখে
টাটকা খেলে গলা জ্বলে
পান্তা খেয়েই সুখে l
** সেতু জুনিয়র - ২ ফেব্রুয়ারি ২০১৯ এ প্রকাশিত