খোকা গেলো বাজার করতে বাবার সাথে কাল
বাবার এত বুদ্ধি যে কম মাথার যে এই হাল
কালকে সেটা টের পেল সে একটা একটা করেই
কাজের জিনিস ছেড়ে বাবা ফালতু জিনিস ধরেন l
ক্যাডবেরিসটা ছেড়ে দিয়ে নিলেন ব্যাগে চিনি
কোল্ড ড্রিংকস-এর বোতল ছেড়ে তেল নিলেন কিনি l
স্বাদে রঙে আইসক্রিমটা পড়ল না তাঁর চোখে
বাটার কেনেন প্যাকেট প্যাকেট কি জানি কি ঝোঁকে l
পয়সা ছিলো আলু কেনার সব্জি কতো রকম
ফল ফলাদি সেটাও কেনেন চোখটা পড়ে যখন l
খোকার চোখে পড়ল কত দরকারী সব জিনিস
বারবি ডল আর খেলার বল সুন্দর সব ফিনিস l
রং বেরঙের গ্রীটিংস কার্ড ক্যান্ডি কতো রকম
খেলনাপাতি সাজানো সব যায় ছুঁয়ে যে মন l
এত সব জিনিস ফেলে বাবা নিলেন চাল
আর নিলেন আটা সুজি কিলো কয়েক ডাল l
গেমস্ ছিলো কতো রকম বেলুন বাবল্-গাম
কমিক বই ফাস্ট ফুড আর স্টিকার কতো নাম l
সেসব ছেড়ে বাবা নিলেন পয়সাগুলো দিয়ে
যা ইচ্ছা সব এলোমেলো অপছন্দের গিয়ে l
হাবিজাবি আবর্জনায় বাজার গেলো বেড়ে
পাঁউরুটি খাওয়ার জিনিস সুস্বাদু কেক ছেড়ে ?
বাবা খোকার বোকা এমন লজ্জায় হেঁট মাথা
দরকারী সব জিনিস ফেলে ঘরে আনেন যা তা l