রাত্রি এলো রাত্রি গভীর রাত্রি কতোক্ষণ ?
দুধের শিশু হয়ে সবাই থাকবে যতক্ষণ !
ছোট্ট খোকা দুধের সোনা নিপল তুমি ছাড়ো
চতুর্দিকে জ্বলছে আগুন নিজ অধিকার কাড়ো l
স্বদেশ তোমার বিদেশ অধীন লুঠতরাজের খেলা
বাড়ছে বয়স কাটছে না যে তোমার ছেলেবেলা l
ভুলভুলিতে আছো ভুলে চুষছো চুষিকাঠি
দিগ্ দিগন্তে লুটছে তাঁরা তোমার দেশের মাটি l
অধীনতা নানান রূপে গিলছে সত্তা তোমার
সাগরপারের শত্রু যারা শত্রু তোমার আমার l
জ্বললো আগুন নিভলো ফাগুন ফিরিঙ্গিদের বিদায়
নতুন করে স্বাধীন দেশে অধীনতার দাবাই l
দুই ভারতে বেঁটে গেছে আমার সোনার দেশ
একদিকে তার ভোগ ঐশ্বর্য অন্যদিকে ক্লেশ l
প্রতিপলে লুটছে তাঁরা দেশের মাটির সোনা
মানুষ আজকে হেলার বস্তু দেশের প্রতি কণা l
স্বাধীনতার সুফল যতো মুষ্টিমেয় হাতায়
গরীবগুর্বো মানুষ যাঁরা বেঁচে আছেন ভাতায় l
দেশের মালিক তাঁরা হলেন ক্ষমতাবলে কিনে
আলো বাতাস সবুজ যতো প্রতি নতুন দিনে l
ক্ষমতারই বৃন্তে তাঁরা দেশের নামে গড়েন
আপন ভাগ্য ও সন্তানের মহাকাশে চড়েন l
সাজছে আবাস তাঁদের যতো স্বাধীনতার দিনে
কটিবস্ত্র শূন্যদৃষ্টি মানুষ খাবার বিনে l
নিজ অধিকার বুঝে নিতে দুধের বোতল ছাড়ো
এদেশ সবার তোমার আমার আপন ভাগ্য গড়ো l