পিপু ফিশু দুই ভাই
ঘরে থাকে আর খায়
ভাত ডাল সজনা
যদিও তা রোজ না
সাথে আলুভর্তা
গিন্নি ও কর্তা l
যদি পায় ডিমভাত
রান্নায় হাতে হাত
মাছ যদি জুটলো
হাতমুখ ছুটলো
চায় নাকো বেশি সুখ
খেতে পায় এই খুব l
পড়া আর লেখাতে
ফেসবুক দেখাতে
হয়েছে তো বন্দী
মেনে চলে গণ্ডি
খবরের পর্দায়
বারবার চোখ যায় l
ভাইরাস এ্যাটাকে
বজ্জাত ব্যাটাকে
তাই লক ডাউনে
গ্রাম ও টাউনে
বেড়ে চলে সংখ্যা
হাতে নেই তনখা l