চলছে বৃষ্টি ক'দিন থেকে পড়ছে সে তো পড়ছে
সামনে পুজো তার আয়োজন চলছে সে তো চলছে l
বৃষ্টি বাধা ঝক্কি কাদা সামলে নিয়ে সামনে চলা
অনুষ্ঠানে আয়োজনে হুমড়ি খেয়ে মজার লীলা !
রাস্তাঘাটে খালে বিলে জমা জলে ছলাৎ ছলে
ভিজে নেয়ে বৃষ্টি গায়ে চলছে মানুষ একলা দলে l
আঁধার দিনে স্যাঁতসেঁতে মন বাজার হাটে উদাস মাঠে
খুলছে ঝাঁপি সকাল দুপুর ব্যবসা বন্ধ দোকানপাটে l
পড়ছে বৃষ্টি সকাল দুপুর বৃষ্টি পড়ছে রাজ্য জুড়ে
বন্যা হলো পাশের জেলায় তার আতঙ্ক মাথায় ঘুরে l
খোকা খুকুর মনটা খারাপ পুজোর বাজার উঠলো লাটে
রাস্তা বন্ধ দোকান ফাঁকা কি বিষন্ন দিন যে কাটে l
পুজো শুধু পুজো নয়কো জীবনযাপন মানুষজনের
টাকাপয়সার হাত বদলে অনেক উপায় উপার্জনের l
বৃষ্টি যেন বাদ সেধেছে আনন্দ ও বাঁচার খেলায়
বাদ সেধেছে জলে কাদায় মানুষজনের মিলনমেলায় l
নাছোড় মানুষ লড়ছে তবু লড়ছে আপন জীবন পেতে
বাজার হাটে পথে ঘাটে অনুষ্ঠানে চাষের ক্ষেতে l
মানুষ বনাম প্রকৃতি তো লেগে আছে সৃষ্টি জুড়ে
আঘাত অনেক সহ্য করেও আছে টিকে নিজের সুরে l
এক দু কদম পিছন গেলেও মানুষ লড়ে দিনে রাতে
প্রকৃতিকে সঙ্গে নিয়ে লড়াই যে তার তারই সাথে l