আলোর নাচ দৃশ্যমান, অন্ধকারের নয়
তাকেও দেখে, এমন যে হয়
সে-ই দেখে অন্ধকারের আলো গায়ে মাখা
আর আনন্দ আঁকা
অথবা হয়তো আনন্দে আনন্দে গায়ে সুড়ঙ্গ কাটে
আলোর জন্য পথ করে দিতে তার বুক ফাটে
আসলে তো অন্তরের আলো চায় মুক্তি
তাই তাকে নাচতে দেয়া, এটাই যুক্তি
যখন অন্ধকার গুটিসুটি মেরে থাকে চুপটি
আর গোনে একটার পর একটা আলো সাগরের ঢেউ
এমন করে ভাবেন কি কেউ ?