জীবন ভরা আঁধার আলোয় এবং মন্দ ভালোয়
আঁধার তাকে মন্দ বলি ভালো যে পাই আলোয় l
ভুবন জুড়ে চলে খেলা সৃষ্টি আদি থেকে
সরল সোজা পথের এবং পথের যা যায় বেঁকে l
তাপের উৎস রবির কিরণ সকল প্রাণের আধার
অস্ত গেলে দিনমনি জগৎ জুড়ে আঁধার l
আলো খুশি আলো আশা আলো পথের দিশা
আলোর পথে হেঁটে গেছেন নবী যীশু মুশা l

আলো নীতি আলো ধর্ম আলো সদাচারে
আলো জ্ঞানের আলো মানের আলো সুবিচারে l
আলো তাড়ায় মনের আঁধার উদার হতে শিখি
জগৎ জীবন সবই আপন সকল পশুপাখি l
আঁধার যখন ঘনায় জীবন রুদ্ধ কারাগারে
আলো এসে মুক্তি বিলায় সকল দ্বারে দ্বারে l
৮২৭