প্রতি মাসে গজাদার পেনশন ঢোকে l
এক মাসে প্রতি সনে বেঁচে থাকাটাকে
কাগজ দিয়েই তিনি করেন প্রমাণ,
হঠাৎ সেবার তিনি চিঠিখানা পান l
ব্যাংকের ম্যানেজার সিল ছাপ দিয়ে
লিখেছেন গজাদাকে জরুরি বিষয়ে l
এই সনে কাগজটা পেয়েছেন তিনি
গজাদার বেঁচে থাকা প্রমাণ তখনি l
গত সন কাগজটা খোয়া গেছে তাই
গজাদা ছিলেন বেঁচে প্রমাণটা চাই l
উত্তর লিখে দেন গজাদা তখুনি
- এই সনে বেঁচে আছি এইটুকু জানি l
বয়েস অনেক হলো স্মৃতি টনটন
মনে তো পড়ে না স্যার আর গত সন l
গত সনে কি যে হলো, পুরো গেছি ভুলে
ছিলাম কি বেঁচে আমি এই ধরাতলে !
প্রমাণ সেটার আমি করছি যোগাড়
একটা কিছু তো ঠিক হয়ে যাবে বার l
শুধু ভাবি বেঁচে আছি কাগজ প্রমাণ
কিন্তু মরেছি যদি কি যে অপমান !
মরার পরেও আমি পেনশন খাই
এক সালে মরে গিয়ে ফের বেঁচে যাই l
801
**সীমান্তের পাতা দ্বিতীয় বর্ষ অক্টোবর ২০২০ তে প্রকাশিত
** নব সাহিত্য কমল দশম বর্ষ চতুর্থ সংখ্যা রবীন্দ্র সংখ্যা ১৪২৯ - জুন ২০২২ এ প্রকাশিত