কাছে ডাকি কাছে থাকি ভালোবাসি বলে
আজ সেই ভালোবাসা দূরে দেয় ঠেলে l
ভালোবাসি তাই চাই দীর্ঘ জীবন
দীর্ঘ জীবন চেয়ে নিয়ম পালন l
মহামারী করোনার থেকে থাকো বেঁচে
দূরে যাও নিরাপদে মুখ হাত ঢেকে l
উন্নত বিশ্বও বিপন্ন আজ
ঘরে থাকো মন্ত্রটা রক্ষার সাজ l
ভালবাসা টিকে থাক দূরে গিয়ে তবু
বিপদটা কেটে যাবে অবশ্য কভু l
হাসি গান আনন্দে খেলে যাবে প্রাণ
কাছে এসে ভালোবাসা নেবে তার ঘ্রাণ l
দূরে যাই কাছে আসি ভালোবাসি বলে
ভালবাসা বেঁচে থাক নীলাকাশ তলে l
বিপদটা কেটে যাবে অবশ্য কভু l
হাসি গান আনন্দে খেলে যাবে প্রাণ
কাছে এসে ভালোবাসা নেবে তার ঘ্রাণ l
দূরে যাই কাছে আসি ভালোবাসি বলে
ভালবাসা বেঁচে থাক নীলাকাশ তলে l