বিশ্ব হাসির দিনে হেসে হই খুন
হেসে হেসে পেটে ব্যথা খুশিতে আগুন l
হাহা হাসি হোহো হাসি হিহি হাসি মাপা
কেউ হাসে প্রাণ খুলে কারো হাসি চাপা l
হাসতে হাসতে কেউ পথে শুয়ে পড়ে
তাই দেখে আরো হাসি ঝরঝর ঝরে l
মোটা হাসে রোগা হাসে হাসে ন্যাড়া ক্ষ্যাপা
দেয়ালে ঝুলিয়ে বোর্ড হাসে ওই ন্যাপা l
কেন হাসে তা জানে না শুধু যায় হেসে
দেখাদেখি সব হাসে আর যায় কেশে l
ডাক্তারে বলে নাকি হাসি উপকারী
অসুখ বিসুখ যতো যায় নিজ বাড়ি l
ফুসফুসে বায়ু ঢোকে অক্সিজেনের
বড়ো উপকার হয় মাথার ব্রেনের l
৮২২
## প্রতিবছর মে মাসের প্রথম রবিবার বিশ্ব হাসি দিবস পালিত হয়