ভাষা কভু বাধা নয় ভাব বিনিময় সুনিশ্চয়
শিশুর হাসি শিশুর ব্যথা লক্ষ ভাষায় কথা হয় l
সবাই খাটায় সবাই হাঁটায় কাজের মাঝে শিক্ষা আসে
আ-কাজের কাজ করায় যে যেমন ভালোবাসে l
ভাষা কিছু বোঝে না শিশু পরোয়া তার নেই কারো
বকর বকর শিশুর কানে ভাষাশিক্ষার ভিত গড়ো l
শুনতে শুনতে ভাষা চেনা ধ্বনি বলে শিশুর মুখ
সেই ধ্বনির প্রথম স্বরে অশ্রুসিক্ত মায়ের সুখ l
আধো আধো বুলি শেষে পূর্ণবাক্যে কথা হয়
এলোমেলো যাই বলে খুশির লহর ঘরে বয় l
উৎসাহটা পেয়ে গিয়ে শিশুর মুখে খই ফোটে
রঙবেরঙের ভাষা যতো, শিশুর মুখে এসে জোটে l
রুটিন ছাড়া যখন যেমন শিক্ষা চলে নিজচালে
ডিগ্রি ছাড়া ট্রেনিং ছাড়া আপনজনের প্রেমজালে l
** উত্তর দিনাজপুর জেলা বইমেলা স্মরণিকা ২০১৮ তে প্রকাশিত